রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এবার উদ্বেগ জানিয়েছেন বেগম বদরুন্নেসা সরকারি কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বদরুন্নেসার সরকারি কলেজের সামনের রাস্তায় সামনে স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করে উদ্বেগের কথা জানান তারা। এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা কলেজের শিক্ষার্থীরা উদ্বেগ জানিয়েছিলেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অবস্থান কর্মসূচিতে বদরুন্নেসার শিক্ষার্থীরা বলেন, সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে নারীদের উচ্চশিক্ষার পথ সংকোচন করা হবে। একইসঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা উচ্চ মাধ্যমিক শ্রেণিও বন্ধ করার পাঁয়তারা চলছে। এটা কখনোই মেনে নেওয়া হবে না। গুরুত্বপূর্ণ এই উদ্যোগে রাষ্ট্র থেকে কোথাও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়নি। গত সোমবার একই দাবিতে উদ্বেগ জানিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে তারা জানিয়েছিলেন, বিদ্যমান...