নিহতরা হলেন— মালয়েশিয়া প্রবাসী দেওয়ান শাহিন আহমেদের স্ত্রী শেখা আক্তার, তার ছেলে আরাফাত ইসলাম আলভী (৮) এবং মেয়ে সাইফা আক্তার (১)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিদ্যুৎ বিলের কাগজ দেওয়ার জন্য সোমবার দিবাগত রাত ১০টায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ারা তাদের ডাকাডাকি করেন। কোনও সাড়া না পেয়ে মঙ্গলবার সকালেও ডাকাডাকি চালিয়ে বাড়ির মালিককে খবর দেন। পরে জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকা হয়। পুলিশ দরজার লক ভেঙে ভেতরে ঢুকে মায়ের ঘাটের ওপর ও মেঝেতে দুই শিশুর মরদেহ দেখতে পান। এসময় কাছ থেকে একটি বিষের বোতলও উদ্ধার করা হয়। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন জানান, ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইডের উপকরণ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপানে...