যশোরে কোতোয়ালি থানায় এক নারী ও তার দুই স্বামীর টানাহেঁচড়ার ঘটনায় থানা চত্বরে উৎসুক জনতার ভিড় জমেছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারীর সঙ্গে সীমা অধিকারীর ৩৬ বছরের সংসার ছিল। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে কিছুদিন আগে সীমা ফরিদপুর সদরের পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে সীমা বিকাশের ঘর ছেড়ে পলাশকে বিয়ে করে ভারতে চলে যান। সোমবার রাতে দম্পতি যশোরের একটি হোটেলে অবস্থান করলে বিকাশ সেখানে হাজির হন। বিষয়টি পরে থানায় পৌঁছায়। থানায় সীমা অভিযোগ করেন, স্বামী বিকাশের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি সংসার ছেড়েছেন এবং আর বিকাশের সঙ্গে সংসার করতে চান না। অন্যদিকে বিকাশ দাবি করেন, সীমার পরকীয়ার কারণে সংসার ভেঙেছে। তিনি অভিযোগ করেন, সীমা...