বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে ‘তরুণী নেতৃত্ব বিকাশের লক্ষ্যে কর্মশালা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু এবং বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। বক্তব্য শেষে তরুণী শিক্ষার্থী এবং সংগঠকদের অংশগ্রহণে দলীয় কাজ অনুষ্ঠিত হয়। দলীয় কাজের প্রত্যাশা চয়ন সর্ম্পকে আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের প্রোগ্রাম অফিসার তাসনিম সায়মা। হাউজরুল বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফজিলা খাতুন লতা। আলোচনা শেষে ৩টি দলে তরুণীদের অংশগ্রহনের মধ্য দিয়ে নারী আন্দোলন, বাংলাদেশ মহিলা পরিষদ এবং নেতৃত্ব বিকাশ প্রভৃতি বিষয়ের উপর দলীয় কাজ অনুষ্ঠিত হয়। ১ম দলের ফেসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন...