এ বছর ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কারা পাবেন, এই তালিকা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার পালা পুরস্কার প্রদানের। আজ (২৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর বসেছে, যেখানে প্রথমবার শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় পুরস্কারে পুরস্কৃত হলেন বলিউড বাদশা শাহরুখ। অনুষ্ঠানে সাদা শার্ট-কালো স্যুটে দেখা গেলো শাহরুখকে। কাঁচাপাকা চুলে অভিনেতাকে দেখেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শাহরুখের এই লুক দেখে স্পষ্ট, তিনি নতুন সিনেমা ‘কিং’র লুকেই সবার সামনে এসেছেন। শাহরুখের সামনে যে প্লেসকার্ড রাখা ছিল সেখানে বড় করে লেখা, ‘শ্রী শাহরুখ খান’। এই দৃশ্য শুধু অভিনেতার জন্য নয়, পুরো দর্শক মহলের জন্যই আবেগঘন একটি মুহূর্ত। দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন তিনি। যদিও দর্শকদের মতে, অনেক আগেই জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়ার কথা ছিল শাহরুখের। তিনি আজ পর্যন্ত...