রংপুরের জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে মব তৈরি করে মারধর ও সিটি করপোরেশনে তুলে নিয়ে গিয়ে হেনস্থা করার প্রতিবাদে গতকাল সোমবার বেলা ১২টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গণমাধ্যমকর্মীরা। সমাবেশ থেকে আসামিদের গ্রেপ্তার না করায় রংপুর সিটি করপোরেশনের সব ধরনের ইতিবাচক খবর বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে সাংবাদিক বাদলকে হেনস্থার ঘটনায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, লাইসেন্স শাখার মিজু, প্রশাসনিক কর্মকর্তা শান্ত, এবং মাস্টারমাইন্ড বিএনপি নেতা লিটন পারভেজ ও রকিসহ ১৪ জনের নাম উল্লেখ করে রংপুর মেট্রোপলিটান কোতয়ালি থানায় মামলা দায়ের হয়েছে। রংপুর মেট্রোপলিটান কোতয়ালি থানার ওসি আতাউর রহমান মামলা দায়ের হবার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আসামিদের গ্রেপ্তারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়ার পরেও আসামিদের গ্রেপ্তার না করায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সোমবার বেলা ১২টার...