গাজায় প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের পর এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের বেশির ভাগ দেশ। সোমবার নিউইয়র্কে একযোগে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টাসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের মধ্যে দেড় শতাধিক দেশ দেশটিকে স্বীকৃতি দিল। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ফিলিস্তিনের নির্বাসিত নেতৃত্ব ১৯৮৮ সালে দেশটিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে। ফিলিস্তিন যে ভূখণ্ডকে নিজের দাবি করছে, তার মধ্যে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে এবং ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের চালানো সামরিক অভিযানে ফিলিস্তিনের গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফিলিস্তিনের নির্বাসিত নেতৃত্ব দেশটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোন কোন দেশ স্বীকৃতি দিয়েছে, কোন কোন দেশ দেয়নি এবং এই স্বীকৃতির গুরুত্ব কী- তার একটি সংক্ষিপ্ত...