২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম বাংলাদেশ প্রাইভেট হসপিটাল এন্ড ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। স্থানীয় একটি অভিজাত রেস্তোরার অডিটরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার খন্দকার ইমাম হোসেন নাসির এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে বশির উদ্দিন মৃধা এবং সাধারণ সম্পাদক পদে ডা: মো. একে এম মুকিত হাসান নির্বাচিত হন। নির্বাচনী প্রক্রিয়া শেষে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : এ্যানি ডিআরইউতে চালু হলো ভিসা প্রসেসিং কার্যক্রম, স্বল্প খরচে আবেদন করতে পারবেন সদস্যরা জুলাই আন্দোলনে তরুণ প্রজন্মের নেতৃত্বেই জাতি ফ্যাসিবাদমুক্ত হয়েছে: আবুল হোসেন...