২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম আসন্ন অল বাংলাদেশ এসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (আবাই) নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিশনের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর দুপুর ২টায় ডাবলিন রেড কাউ হোটেলে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে। এরপর ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৮টা পর্যন্ত। এরপর ১৬ থেকে ১৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত যাচাই-বাছাইয়ের সময় নির্ধারণ করা হয়েছে। প্রার্থীরা চাইলে ২০ থেকে ২২ অক্টোবর রাত ১২টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। সব প্রক্রিয়া শেষে ২৩ অক্টোবর চূড়ান্ত...