নিউইয়র্কে জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ কয়েকজন রাজনৈতিক নেতাকে হেনস্তার ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের নিউমার্কেট মোড়ে মানববন্ধন শেষে শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করেন এনসিপির স্থানীয় নেতাকর্মীরা।মানববন্ধনে বক্তব্য দেন এনসিপির সাতক্ষীরা কমিটির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু, নেতা নাজমুল ইসলাম, জেলা কমিটির সদস্য শেখ আবদুল্লাহ, শেখ আল ইমরান এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের সম্পাদক প্রার্থী রাদিত হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা এনসিপির পলাশ হোসেন।বক্তারা অভিযোগ করে বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার অনুসারীরা এখনো দেশে-বিদেশে সক্রিয়। নিউইয়র্কে জুলাই বিপ্লবের সৈনিক আখতার হোসেনকে ডিম নিক্ষেপ ও অশ্রাব্য গালাগালের মাধ্যমে হেনস্তা করেছে তাদের সন্ত্রাসী বাহিনী। এর দায় এড়াতে পারে না প্রশাসন।’তারা আরও বলেন, ‘আওয়ামী লীগ এখনো বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে, অথচ...