প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের যাওয়াটা বিতর্কিত বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। তার দাবি, দাওয়াত পেলে এই সফরে তিনি যেতেন না। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন গোলাম মাওলা রনি।প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী হিসেবে যোগ দিচ্ছেন তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।নানা প্রশ্ন এসেছে যে, সেখানে কী ভূমিকা রাখবে রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নির্দিষ্ট তিনটি দলের প্রতিনিধিদেরই কেন নিয়ে যাওয়া হচ্ছে?উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে রনি বলেন, বিষয়টি যদি সিরিয়াসলি বলি, তাহলে এটি বিতর্কিত। এই কাজটি উনাদের করা ঠিক হয়নি। কারণ জাতিসংঘের যে অধিবেশনটা এটা এবসলিউট রাষ্ট্রীয় প্রোগ্রাম। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই।এই সফরে দাওয়াত পেলে যেতেন না বলে দাবি করেছেন গোলাম মাওলা রনি। তিনি বলেন, আমাকে...