রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. সুজন মণ্ডল (২৯) কে ফরিদপুর কোতোয়ালী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। সুজন মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ গ্রামের মো. মকিম মণ্ডলের ছেলে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ফরিদপুরের কোতোয়ালী থানাধীন জোবায়দা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-১০ জানায়, গত ২৩ জুলাই সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে মুচিদহ এলাকায় আমজাদ খানের বাড়িতে ঢুকে সুজন মণ্ডলসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে। এতে গুরুতর আহত হন আমজাদ খান। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেন, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে রাজবাড়ী...