লক্ষ্মীপুর:বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে।পাশাপাশি স্বাস্থ্য কার্ড ও কৃষি কার্ডও দেওয়া হবে। এ তিনটি কার্ড বিশেষ সুবিধার পাশাপাশি আরও অনেক সুযোগ-সুবিধা দেবে। এর আওতায় রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদরাসা, সমাজ ও আশ্রয়কেন্দ্রের উন্নয়ন হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে এ্যানি এ কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, স্বাস্থ্য কার্ডে ফ্রি চিকিৎসা থাকবে, সরকারি হাসপাতালে অপারেশন ও ওষুধ ফ্রি দেওয়া হবে। তারেক রহমান এ ঘোষণা লন্ডন থেকে দিয়েছেন এবং তিনি শিগগিরই...