পাহাড়ে বসবাসকারী সব সম্প্রদায়ের মানুষকে সম্প্রীতি বজায় রেখে চলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, “পাহাড়ে যাতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম পালন করতে পারে সেজন্য আমাদের অন্তর্বর্তী সরকার সহযোগিতা করে যাচ্ছে। আগামীতেও প্রত্যন্ত জনপদের মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধ্যানুযায়ী সহায়তা দেওয়া হবে।” মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি সদর উপজেলা মিলনায়তন সম্মেলন কক্ষে ‘সম্প্রীতি সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জামায়াতে ইসলামীর জেলা আমির...