বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সর্বদলীয় সম্মিলিত কমিটির কো–কনভেনার এম এ সালাম এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনুস, জেলা বিএনপির সদস্য সচিব ও বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ নানা পেশাজীবীরা স্বাক্ষর দিয়ে চারটি আসন বহালের দাবিতে সংহতি প্রকাশ করেন।আরো পড়ুন:পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধনবাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে হাইকোর্টে রিট উদ্বোধনী অনুষ্ঠানে এম এ সালাম বলেন, “শুধু গণস্বাক্ষর কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়, আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জেলা নির্বাচন অফিস ঘেরাও করে...