তারেক রহমানের এই সহায়তাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, গাবতলী লাংলু গ্রামের দক্ষিণপাড়ার ক্যান্সার রোগী রেজাউল করিম, মধ্যপাড়ার সীমা খাতুন, গোয়ালপাড়ার ওমেদ আলী এবং কৃষ্ণচন্দ্রপুরের কানিপাড়া হাট এলাকার হৃদরোগে আক্রান্ত আকমাত উল্লাহর নাতীর জন্য। একই দিন লাংলুহাট হাজিবিবি হায়েতুন্নেসা কাওমী মাদ্রাসার এতিম শিশুদের জন্য তারেক রহমানের পক্ষে সকলের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করে জেলা যুবদল পরিবার। সহায়তা প্রদানকালে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা শুধুমাত্র বাহক হিসেবে এই সহযোগিতা পৌঁছে দিয়েছেন। বিদেশে থাকলেও দেশের প্রতিটি মানুষের জন্য সর্বদা নিবেদিত প্রাণ জনাব তারেক রহমান। তিনি তার পিতৃভূমি গাবতলীর মানুষের সব সময় খোঁজখবর রাখেন। এসময় তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন। মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক...