ব্রিটিশ আমল থেকে ইলিশের জন্য বিখ্যাত বড় স্টেশন মাছ ঘাট ক্রমশ হারাচ্ছে তার ঐতিহ্য। অর্ধশতাধিক আড়তে হাতে গোনা কয়েকটিতে মাছ এলেও অধিকাংশ আড়তেই কমেছে ইলিশ। খুচরা দোকানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে শতাধিক। ঐতিহ্যবাহী পাইকারি বাজারটি পরিণত হচ্ছে খুচরা বাজারে। মৌসুম শেষের দিকে হলেও সাধারণ মানুষের নাগালের বাইরে থেকে গেছে ইলিশ। চড়া দামের কারণে ইলিশ কিনতে পারছেন কেবল সামর্থ্যবানরা। নিম্ন ও মধ্যবিত্তদের জন্য ইলিশ রয়ে গেছে অধরাই। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে প্রতিদিনই ভিড় করেন ক্রেতারা। তবে আকাশছোঁয়া দামের কারণে অনেকেই মাছ না কিনেই ফিরে যাচ্ছেন। গেল বছর ভরা মৌসুমে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছিল ১৪শ’ টাকায়। চলতি মৌসুমে সেই মাছের দাম ২ হাজার টাকার নিচে নামেনি। ঢাকা থেকে মাছ কিনতে আসা ক্রেতা সুজন হোসেন বলেন, মাছ তাজা হলেও তুলনামূলক দাম অনেক...