জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ ও গাজীপুর-৬ আসনের সীমানা জটিলতা প্রসঙ্গে গাজীপুর জেলা প্রশাসকের (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান শেষে গত রোববার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দীন খান। এ সময় তিনি কালীগঞ্জকে ‘জঙ্গল’ আখ্যা দেন। মুহূর্তেই তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ঘটনার পর তরুণ প্রজন্ম থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মুহাম্মদ নুরুল ইসলাম নামের একজন লিখেছেন, শহরের মানুষ নাকি জঙ্গলের সাথে থাকতে চায় না! একদিন সময় করে কালীগঞ্জে আসেন, দাওয়াত রইল এক কাপ চায়ের। মনে রাখবেন, জঙ্গলই মঙ্গল। শরিফুল ইসলাম তুহিন সতর্ক করে দেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে কালীগঞ্জবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে তরুণ সমাজ কঠিন জবাব দেবে। সমালোচনার মুখে...