রাজশাহীর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনও পেছানো হয়েছে। প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন তিন দিন পিছিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগে নির্ধারিত ১২ অক্টোবরের পরিবর্তে এখন ১৫ অক্টোবর ভোট গ্রহণ করা হবে। এর আগে অধিকাংশ প্যানেলের দাবি মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ১৬ অক্টোবরে নেওয়া হয়। এখন চাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ায় পরপর দুই দিন দুই ছাত্র সংসদের ভোট অনুষ্ঠিত হবে। অধ্যাপক আরিফুল হক জানান, এদিন তাদের নির্বাচন কমিশনের সভায় নির্বাচন তিন দিন পিছানোর সিদ্ধান্ত হয়। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সোমবার শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় বেশিরভাগ প্রার্থী ও শিক্ষার্থী নির্বাচনের তারিখ পিছানোর অনুরোধ করেছিলেন। তাদের...