২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম সাবেক সতীর্থ উসমান দেম্বেলের ব্যালন ডি’অর জয়ে দারুণ খুশি লিওনেল মেসি। পুরস্কারটির ইতিহাসে রেকর্ড ৮ বার এই খেতাবজয়ী আর্জেন্টাইন মহাতারকার মতে, এবারের ব্যালন ডি’অর দেম্বেলেরই প্রাপ্য। জাতীয় দলের ও সাবেক ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপেও দারুণ খুশি দেম্বেলের অর্জনে। গত মৌসুমে পিএসজির ঐতিহাসিক ট্রেবল জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন দেম্বেলে। বার্সেলোনার লামিনে ইয়ামালকে পেছনে ফেলে সেরার স্বীকৃতি জিতে নেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড। দেম্বেলেকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, “অসাধারণ উস!!! অভিনন্দন, তোমার জন্য আমি ভীষণ খুশি। তুমি এর যোগ্য।” দুজনে চার বছর একসাথে খেলেছেন বার্সেলোনায়। ২০২৩ সালে মেসি যখন পিএসজি ছাড়েন, সেই সময়েই বার্সা থেকে পিএসজিতে যোগ দেন দেম্বেলে। পুরস্কার হাতেও নিজের ক্যারিয়ারে মেসির অবদানের কথা স্বীকার করেন...