রবীন্দ্রনাথ, নজরুল, নিউটন, আইনস্টাইন কিংবা এডিসন—এরা কেউই ছিলেন না তাদের ক্লাসের ফার্স্ট বয়। বরং অনেকে স্কুল শেষ করতে পারেননি, কারও নাম ছিল ‘অমনোযোগী ছাত্র’ তালিকায়, আবার কারও ক্ষেত্রে ‘অযোগ্য’ তকমা। অথচ ইতিহাস সাক্ষী, তারা স্মরণীয় এবং বরণীয়। তারা প্রমাণ করেছেন, জীবনে সাফল্যের মানদণ্ড কোনো পরীক্ষার রেজাল্ট নয়।কিন্তু খুবই দুঃখজনকভাবে বলতে হচ্ছে, আমাদের দেশের খবরের শিরোনামগুলোতে প্রায়ই দেখা যায়, ‘রেজাল্ট খারাপ হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা।’ বিশেষ করে এসএসসি বা এইচএসসি পরীক্ষার সময় এসব শিরোনাম বেশি দেখা যায়। তাই সন্তানকে স্কুল-কলেজে পাঠিয়ে অভিভাবকরা এক ধরনের অদৃশ্য আতঙ্কে থাকেন।আত্মহত্যার কিছু কারণ ও সতর্ক লক্ষণএকজন শিক্ষার্থী আত্মহত্যার সিদ্ধান্ত হঠাৎ নেয় না; এর পেছনে থাকে দীর্ঘদিনের মানসিক চাপ, ব্যর্থতার লজ্জা, পরিবারের বা শিক্ষাপ্রতিষ্ঠানের অতিরিক্ত প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া, একাকীত্ব এবং হতাশা বা ডিপ্রেশন। কিছু মানসিক রোগ...