বলিউড কিং শাহরুখ খান দীর্ঘ ৩৩ বছরের অভিনয়জীবনে বহু সফল ছবি ও পুরস্কারের মালিক। মূলধারার ব্লকবাস্টার ছবি যেমন করেছেন, তেমনই তার ঝুলিতে রয়েছে ‘স্বদেশ’এবং ‘চক দে ইন্ডিয়া’র মতো ভিন্নধর্মী ছবি। তবু বলিউড বাদশাহর জীবনে একটা ‘অপূর্ণতা’ ছিল।একটি সময় ভক্তরা দাবি তোলেন, ‘স্বদেশ’-এর জন্য জাতীয় পুরস্কার পাওয়া উচিত শাহরুখের। অবশেষে ভক্তদের সেই আক্ষেপ ঘুচল। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লিতে তাকে সেই স্বীকৃতি দেওয়া হয়েছে। এদিন দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন শাহরুখ। দক্ষিণী নির্মাতা অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পেলেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবারই পোল্যান্ডে ‘কিং’-এর কাজ স্থগিত রেখে জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য দিল্লিতে উড়ে আসেন শাহরুখ।এর আগে আগস্টেই চলতি বছরের জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা প্রকাশ্যে...