প্যারিসের ঐতিহ্যবাহী থিয়েটার দ্যু শাতলে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বসেছিল ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অরের ৬৯তম আসর। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, ফ্রান্স ফুটবল ও লেকিপ পত্রিকার যৌথ আয়োজনে এবারও তারকাখচিত এ অনুষ্ঠান রূপ নেয় এক উৎসবে। দেম্বেলে ও বনমাতির সাফল্য:পুরুষ বিভাগে ব্যালন ডি’অরের শীর্ষ স্বীকৃতি উঠেছে পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলের হাতে। অন্যদিকে নারী ফুটবলে সেরা হয়েছেন স্প্যানিশ মিডফিল্ড জাদুকরী আইতানা বনমাতি, যিনি ক্লাব বার্সেলোনা ও স্পেনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। শুধু ব্যালন ডি’অরই নয়, আরও ১১টি ক্যাটাগরিতে সেরাদের হাতে তুলে দেওয়া হয়েছে স্বীকৃতি।আরো পড়ুন:উসমানে দেম্বেলে: আলো-অন্ধকার পেরিয়ে সোনালি মুকুটে ব্যালন ডি’অরমার্টিনেল্লির জাদুকরী গোলে শেষ মুহূর্তে সিটিকে রুখল আর্সেনাল উসমানে দেম্বেলে: আলো-অন্ধকার পেরিয়ে সোনালি মুকুটে ব্যালন ডি’অর মার্টিনেল্লির জাদুকরী গোলে শেষ মুহূর্তে সিটিকে রুখল আর্সেনাল ইয়াসিন ট্রফি (সেরা...