চলতি সেপ্টেম্বরে নেপালে জেনজি আন্দোলনের সময় বিভিন্ন শহরে ব্যাপক সহিংসতা ও আন্দোলনের প্রভাবে সম্পত্তি ক্ষতির কারণে বীমা খাতের চাপ বেড়েছে। দেশটির ইনসুরেন্স বোর্ডের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, আন্দোলনের কারণে জমি, ভবন, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পত্তিতে হওয়া ক্ষতির জন্য দায়ের করা বীমা দাবির পরিমাণ বর্তমানে ২২.২৫ বিলিয়ন টাকায় পৌঁছেছে এবং এটি এখনও বাড়ছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হিমালয়ান টাইমস। এক্ষেত্রে কেবল বাগমতি প্রদেশের ক্ষতি দাঁড়িয়েছে ১৭.৯৭ বিলিয়ন টাকা, যা মোট ক্ষতির প্রায় ৮০% ভাগ। বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত ১৮টি বীমা প্রতিষ্ঠান—মোট ২,৪৭৮টি দাবি গ্রহণ করেছে। অরিয়েন্টাল ইনসুরেন্স কোম্পানি ক্ষতির অনুমান হিসেবে শীর্ষে রয়েছে ৫.২৩ বিলিয়ন টাকায়, তার পরে সিধার্থ ইনসুরেন্সের অনুমান ৫.০৮ বিলিয়ন টাকা। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, জেনজি আন্দোলনের প্রভাবে বীমা শিল্পের ওপর যে চাপ...