আসন্ন শারদীয় দুর্গোৎসবে যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। যশোরে ৭০৬টি পূজামণ্ডপকে ৪টি সেক্টরে ভাগ করে দেওয়া হবে নিরাপত্তা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার রওনক জাহান। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে পালিত হয়, সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা শুরুর আগের রাত থেকে জেলায় ৯টি স্ট্রাইকিং ফোর্স, ৯টি স্বতন্ত্র টিম, ৪০টি মোবাইল টিম ও ১৭২টি মোবাইল টিম সক্রিয়ভাবে কাজ করবে। এছাড়াও সব পূজামণ্ডপের কমিটির সদস্যদের নিয়ে পুলিশের বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়েছে। পুলিশের পাশাপাশি মাঠে থাকবে যৌথবাহিনী। পুলিশ সুপার আরও বলেন, দুর্গোৎসব উপলক্ষে ইতোমধ্যে জেলা পূজা উদযাপন পরিষদসহ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কয়েক দফা আলোচনা করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পূজা পরিষদের নিজস্ব স্বেচ্ছাসেবী...