সুপার ফোরে বাংলাদেশের শুরু হয়েছে সুপার্ব। গ্রুপপর্বে পেরিয়ে শেষ চারের পর লিটন ব্রিগেডের চোখ ফাইনালে। সম্ভাবনাও বেশ জোরাল। টি-টোয়েন্টিতে এমন সাফল্যের নেপথ্য শুনিয়েছেন টাইগারদের কোচ ফিল সিমন্স। ক্যারিবিয়ান কিংবদন্তির মতে, ক্রিকেটারদের স্বাধীনতা প্রভাবক হিসেবে কাজ করছে। আগামীকাল ভারতের বিপক্ষে লড়াইয়ে নামার আগে টাইগারদের কোচ স্বাধীনতার সেই সুখই সামনে এনেছেন, ‘বেশ ভালো যাত্রা। অধিনায়ক যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে তাতে আমারও বড় ভূমিকা ছিল। কোচরাও কৃতিত্ব পাবে। আমরা খেলোয়াড়দের স্বাধীনতা দিয়েছি। তারা যেন মাঠে নিজেদের মেলে ধরে। এটা টি-টোয়েন্টি ক্রিকেটে খুব জরুরি। সবাই যেন নিজেদের স্কিল নিজের মতো দেখাতে পারে।’ আর ওই এক মন্ত্রে সাফল্য। এশিয়া কাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ। গ্রুপপর্বে আফগানিস্তানকে বিদায় করেছে, সুপার ফোরে শঙ্কা বাড়িয়েছে শ্রীলঙ্কার। এখন লিটনদের চোখে ফাইনালের স্বপ্ন। তার আগে অবশ্য...