এক সময়ের সতীর্থ উসমান দেম্বেলের অর্জনে খুশি লিওনেল মেসি। আর্জেন্টাইন মহানায়কের মতে, এবারের ব্যালন দ’র দেম্বেলেরই প্রাপ্য। জাতীয় দলের সতীর্থের অর্জনে কিলিয়ান এমবাপের উচ্ছ্বাস আরও বেশি। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতেছেন দেম্বেলে। ফরাসি এই ফরোয়ার্ড পেছনে ফেলেছেন তার সাবেক ক্লাব বার্সেলোনার তরুণ প্রতিভা লামিনে ইয়ামালকে। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করেন দেম্বেলে, অবদান রাখেন ১৬ গোলে। পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখার পাশাপাশি লিগ আঁ ও ফরাসি কাপ জয়েও অবদান রাখেন তিনি। দ্যুতিময় ওই পারফরম্যান্সে সম্ভাবনায় এগিয়েও ছিলেন দেম্বেলে। শেষ পর্যন্ত তিনি পুরস্কারটি জেতার পর ইন্টার মায়ামি অধিনায়ক মেসি ইনস্টাগ্রামে ফরাসি ফরোয়ার্ডের পোস্টে অভিনন্দন জানিয়েছেন। “অসাধারণ উস!!! অভিনন্দন, তোমার জন্য আমি ভীষণ খুশি। তুমি এর যোগ্য।” ২০২১ সাল...