আধুনিক নির্মাণ অবকাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পসহ ধাতব শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য নিয়ে রাজধানীতে নবমবারের মত হতে যাচ্ছে তিনটি প্রদর্শনী। আগামী বৃহস্পতিবার এ আয়োজনের পর্দা উঠবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এক্সপো ভিলেজে এই মেলা হবে। ‘৯ম বাংলাদেশ বিল্ডকন ২০২৫’; ‘৯ম বাংলাদেশ উড ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’ এবং ‘মেটাল ইন্ডাস্ট্রিজ এক্সপো ২০২৫’- এই তিনটি ভাগে উপস্থাপন করা হচ্ছে এ প্রদর্শনী। প্রদর্শনীতে নানা ধরনের পণ্য, যন্ত্রপাতি, যন্ত্রাংশ, কাঁচামাল ও সংশ্লিষ্ট পণ্য প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে কন্সট্রাকশন মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, ব্যাচ প্ল্যান্ট, পাওয়ার টুলস, কংক্রিট ব্লক মেশিন, এইচডিপিই ফিটিংস, ইলেকট্রোফিউশন ফিটিং,...