নিজস্ব প্রতিবেদক : উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—কে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি হচ্ছে এবং সেখানে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি চলাচল করার নির্দেশনা দেয়া হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, এই লঘুচাপটি আগামী কয়েক দিনে শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এর মূল গতি ভারতীয় উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা হলে বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আপাতত বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও মৌসুমি...