এক মাসের বেশি সময় ধরে চলা অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবিতে অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ক্লাস; আর ৩ অক্টোবর সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ আবাসিক হলে উঠতে পারবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হেলাল উদ্দিন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩১ অগাস্ট শিক্ষা পরিষদের সভার পর সেদিন রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। সেইসঙ্গে ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে শিক্ষা ও গবেষণার পরিবেশ স্বাভাবিক হওয়ায় ৫ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হবে। পরীক্ষার তারিখ সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালক ঘোষণা করবেন। এ ছাড়া...