পোশাক শিল্পের জন্য কাস্টমস বন্ড পরিষেবা সহজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা উত্তরকে এই আহ্বান জানিয়েছে বিজিএমইএ। একই সঙ্গে নীতি সহায়তা প্রদানের বাহ্বানও জানিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিজিএমইএ’র পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা উত্তরের কমিশনার মিয়া মো. আবু ওবায়দার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ অনুরোধ জানান। কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা উত্তরের অতিরিক্ত কমিশনার এদিপ বিল্লা এবং ডেপুটি কমিশনার এইচ এম আহসানুল কবীর উপস্থিত ছিলেন। এর আগে গত ৮ সেপ্টেম্বর ফয়সাল সামাদের নেতৃত্বে বিজিএমইএ’র একটি প্রতিনিধিদল একই উদ্দেশ্য নিয়ে কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা দক্ষিণের কমিশনার মোহাম্মদ হাসমত আলীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই আজ ঢাকা উত্তরের কমিশনারে সঙ্গে তারা সাক্ষাৎ...