বৈদ্যুতিক গোলযোগে সার্ভারের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়ে টানা তিনদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম। মঙ্গলবার দুপুর থেকে পুনরায় ছবি তোলা, আবেদন গ্রহণ ও পাসপোর্ট ডেলিভারি শুরু হয়েছে। চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক এস এম জাকির হোসেন জানান, গত শনিবার বজ্রপাতে ট্রান্সফরমার বিস্ফোরণের পর সার্ভারের যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। ফলে অফিসের সার্ভার সম্পূর্ণ অচল হয়ে পড়ে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক সেবাগ্রহীতা আবেদন জমা দিতে বা পাসপোর্ট ডেলিভারি নিতে না পেরে ভোগান্তিতে পড়েন। এস এম জাকির হোসেন বলেন, ‘কার্যক্রম বন্ধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে সেখান থেকে বিশেষজ্ঞ টেকনিশিয়ানরা এসে তিনদিন ধরে কাজ করেন। আজ দুপুর থেকে...