যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিমানবন্দরে এক যুবলীগ নেতার ডিম ছোড়ার ঘটনায় ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, “এই প্রজন্ম হাসিনার ছোড়া বুলেটে ভয় পায় নাই। ওদেরই ছোড়া ডিমে ভয় পাওয়ার প্রশ্নই আসে না।” মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘ডায়াসপোরা অ্যালায়েন্সের ফেসবুক পেইজে প্রচারিত এক ভিডিওতে আখতার হোসেনকে এ কথা বলতে শোনা যায়। নিজের ফেইসবুকেও তিনি একই দিনে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। আখতার হোসেন বলেন, “এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ জন্মগতভাবে ও প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন। তারা সন্ত্রাস করবে।” তিনি বলেন, “এয়ারপোর্টে আজকে আওয়ামী লীগ হুংকার দিয়ে আসছিল, অশ্রাব্য গালিগালাজ করছিল, বিশেষ করে তাসনিম জারাকে (এনসিপির যুগ্ম আহ্বায়ক) উদ্দেশ্য করে। এটাই আওয়ামী লীগের চরিত্র।”...