ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ‘দ্বিরাষ্ট্রীয় সমাধান’ কার্যকর করতে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত জাতিসংঘের শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের অপছন্দ হয়েছে। ওয়াশিংটন স্পষ্ট জানিয়েছে, তারা এ আয়োজনকে সমর্থন করছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও শীর্ষ কর্মকর্তারা নিউইয়র্কে অনুষ্ঠিত এ সম্মেলনের কড়া সমালোচনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্মেলনকে ‘প্রতীকী’ আখ্যা দিয়ে বলেছেন, এর কোনো বাস্তব প্রভাব নেই। বরং এটি হামাসকে ‘সাহস জোগানোর পদক্ষেপ’। যুক্তরাষ্ট্রের ইসরাইল রাষ্ট্রদূত মাইক হাকাবি আরও তীব্র সমালোচনা করে সম্মেলনকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন। তিনি ব্যঙ্গ করে বলেন, ফ্রান্স যদি ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে, তবে তাদের উচিত নিজেদের ফ্রেঞ্চ রিভিয়েরা ফিলিস্তিনের হাতে তুলে দেওয়া। তবে যেখানে ফ্রান্সকে ব্যঙ্গ-বিদ্রূপ ও কড়া সমালোচনায় আক্রমণ করা হয়েছে, সেখানে সৌদি আরবের সহ-আয়োজক হওয়া নিয়ে যুক্তরাষ্ট্র প্রায় নীরব থেকেছে। কূটনীতিক ও...