চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডার গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত দুজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে হারুন এবং সোমবার রাত ৯টা ২০ মিনিটে সালাউদ্দিনের মৃত্যু হয়। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তারা দুজনই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, হারুনের শরীরের প্রায় ৫০ শতাংশ এবং সালাউদ্দিনের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসক সূত্রে জানা গেছে, বর্তমানে একই ঘটনায় দগ্ধ আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, চন্দনাইশে সিলিন্ডার গুদামে বিস্ফোরণের পরপরই তিনজনের মৃত্যু হয়। নতুন করে হারুন ও সালাউদ্দিনের মৃত্যুর মধ্য দিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে। চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডার গুদামে...