সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যের নবগঠিত কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চারজন যুগ্ম আহ্বায়কসহ ১৯ নেতা পদত্যাগ করেছেন। সোমবার বিকালে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের হরিনচরা বাজারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী নেতাদের অভিযোগ, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ সমর্থক আব্দুর রউফকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া অরাজনৈতিক ব্যক্তিরাও কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন। এর আগে শনিবার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকি-বুল ইসলাম ও সদস্য সচিব রঞ্জু আহম্মেদ মুন্সী স্বাক্ষরিত একটি পত্রে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আব্দুল লতিফ লেবুকে আহ্বায়ক ও আব্দুর রউফকে সদস্য সচিব করা হয়। সংবাদ সম্মেলনে আব্দুল লতিফ লেবু তার লিখিত বক্তব্যে বলেন, যাদের ব্যর্থতা ও অযোগ্যতার কারণে পূর্বের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল,...