
শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মার চরাঞ্চল উত্তর মাথাভাঙা মান্নান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি ভাঙনের শিকার হয়ে নদীতে নিমজ্জিত হয়েছে। ফলে ওই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিদ্যালয় সংশ্লিষ্টদের অভিযোগ, চার মাস আগে ওই এলাকায় মৃদু ভাঙন দেখা দিলে বিষয়টি দপ্তরগুলোকে জানানো হয়। তবে বিদ্যালয়টি রক্ষায় কোনো কার্যকরী পদক্ষেপ নেননি তারা। ফলে বিদ্যালয়ের মাঠসহ পুরো ভবনটি নদীতে তলিয়ে গেছে। স্থানীয় ও জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার পদ্মার দুর্গম চরাঞ্চল কাঁচিকাটার চর বানিয়াল এলাকায় চার শতাধিক পরিবারের বসতি গড়ে উঠেছিল বেশ কয়েক বছর ধরে। স্থানীয়রা প্রধানত নদীতে মাছ শিকার ও কৃষিকাজ করে পরিবারের ভরণপোষণের ব্যবস্থা করেন। তবে এই অঞ্চলে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে ২০১৭ সালে ২৫০ জন শিক্ষার্থী নিয়ে উত্তর মাথাভাঙা মান্নান সরকার সরকারি প্রাথমিক...