জাতীয় দলে দারুণ এক সম্ভাবনা নিয়ে এসেছিলেন তাওহিদ হৃদয়। লাল-সবুজের জার্সিতে শুরুটাও ছিল বেশ আশা জাগানিয়া। কিন্তু সেই সম্ভাবনার কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন, সেই প্রশ্ন বোধহয় হৃদয় নিজেও নিজেকে করতে পারেন। লম্বা সময় ধরেই হাসছিল না হৃদয়ের ব্যাট। মাঝে-মধ্যে দুয়েকটি ভালো ইনিংস খেললেও ব্যর্থতার পাল্লাই ভারি ছিল বেশি। এশিয়া কাপের গ্রুপ পর্বেও নিজের সামর্থ্যের সবটুকু দিতে পারেননি তিনি। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৩৪ বলে ৩৫, শ্রীলঙ্কার বিপক্ষে ৯ বলে ৮ আর আফগানিস্তানের বিপক্ষে ২০ বলে ২৬ রান করেছিলেন মিডল অর্ডার এই ব্যাটার। তবে সুপার ফোরের প্রথম ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে ৫৮ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। আগামীকাল ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে...