কর্পোরেট ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর নেফ্রোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন ডা. সাদিয়া সুলতানা, এমবিবিএস, এমডি। তাঁর এই যোগদানের মাধ্যমে হাসপাতালটি দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে উন্নত কিডনি চিকিৎসা সেবাকে আরও এক ধাপ এগিয়ে নিল। ডা. সুলতানা একজন দক্ষ ও অভিজ্ঞ নেফ্রোলজিস্ট, যিনি কিডনির জটিল ও বহুমুখী রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে নেফ্রোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি, তিনি ওয়ার্ল্ড কিডনি একাডেমিয়া থেকে ডায়ালিসিস ও রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বিষয়ে ফেলোশিপ সম্পন্ন করেছেন। তিনি ক্রনিক কিডনি ডিজিজ (সিকেডি), অ্যাকিউট কিডনি ইনজুরি (একেআই), গ্লোমেরুলোনেফ্রাইটিস (এসএলই-সম্পর্কিত কিডনি রোগসহ) এর চিকিৎসায় বিশেষ পারদর্শী। ডা. সুলতানা হিমোডায়ালিসিস ও পেরিটোনিয়াল ডায়ালিসিসে সমানভাবে দক্ষ এবং ডায়ালিসিস-সম্পর্কিত জটিলতা ব্যবস্থাপনা ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট পরবর্তী...