টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর দল ভারত। দলটি রয়েছে দুর্দান্ত ফর্মেও। তাই বলে তাদেরকে তো হারানো অসম্ভব নয়। এবারের এশিয়া কাপে সুপার ফোরের সব দলেরই রয়েছে সে যোগ্যতা। তাই বুধবার এ রাউন্ডে ভারতের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ কোচ ফিল সিমন্স শিষ্যদের দিলেন মন্ত্র-উপভোগ করো, সেরাটা দাও।এবারের এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। ঐ ম্যাচ জিতলেও কোচ সিমন্স ছিলেন গম্ভীর। নির্লিপ্ত সেই চেহারার ছবিটা ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। আগামীকাল ভারতের বিপক্ষে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আসা সিমন্সের কাছেই সেই প্রসঙ্গ তোলা হয়।সিমন্সের উত্তর শুনে বাংলাদেশের সমর্থকেরা স্বপ্ন দেখতে পারেন আরও বড় কিছুর, ‘আমি এমন একজন, যে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। আমরা শুধু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিততে আসিনি।...