২০২৩ সালের অক্টোবর থেকে গাজাবাসীদের ওপর ইতিহাসের নৃশংসতম গণহত্যা চালাচ্ছে একমাত্র ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। মানবতাবিরোধী ইতিহাসের সর্বোচ্চ লঙ্ঘন দেখা গেছে দখলকৃত ও অবরুদ্ধ অঞ্চলটিতে। তবে সম্প্রতি বৈশ্বিক পরাশক্তিরা একে একে স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রকে। এর মধ্যে ইউরোপীয় দেশগুলোর একটি বড় অংশ এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। সোমবার নিউইয়র্কে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা এবং আরও কয়েকটি দেশ প্রায় দুই বছরের গাজা যুদ্ধের পর আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এই স্বীকৃতি দেওয়ার গুরুত্ব কতটুকু? কোন কোন দেশ এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে? এখানে রাষ্ট্রটির কূটনৈতিক স্বীকৃতির একটি সংক্ষিপ্তসার দেওয়া হলো— রাষ্ট্রটি যে ভূখণ্ড দাবি করে, তার মধ্যে বর্তমানে ইসরায়েল পশ্চিম তীর দখল করে আছে এবং গাজা উপত্যকা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের সদস্যদের প্রায় ৮০ শতাংশ দেশ এখন পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। এএফপি’র...