২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। এ ক্যাম্পেইনের আওতায় বিভাগীয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ৪২ লাখ ৫৯ হাজার ৩৭৮ শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে খুলনা সিএসএস আভা সেন্টারে বিভাগীয় অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানান। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং টাইফয়েড টিকার প্রয়োজনীয়তা সম্পর্কে পরিবার ও প্রতিবেশীদের অবহিতকরণের ওপর গুরুত্বারোপন করেন। তিনি নির্দিষ্ট দিনে টিকা নিতে টিকাদান কেন্দ্রে শিক্ষার্থীদের আসতে...