চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের সময় পেছানো হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৪টায় চাকসু নির্বাচন কমিশনের এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।আরো পড়ুন:রাকসু নির্বাচন পেছানোয় ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরাগকসু নির্বাচনে পিছিয়ে নেই নারীরা রাকসু নির্বাচন পেছানোয় ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা এর আগে, দুপুর ২টায় চাকসু নির্বাচন কমিশনের সকল সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, “সোমবার (২২ সেপ্টেম্বর) চাকসুর প্রার্থী ও শিক্ষার্থীদের নিয়ে নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভা হয়েছিল। সেখানে অধিকাংশ প্রার্থী ও শিক্ষার্থী অনুরোধ জানিয়েছিলেন, আগামী ২৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। ছুটি শেষে খোলার পর নির্বাচনী প্রচারণার...