২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম মার্কিন কমেডিয়ান জিমি কিমেল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তার লেট-নাইট টক শোতে ফিরছেন। সম্প্রতি তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল মার্কিন রক্ষণশীল প্রভাবশালী চার্লি কার্কের মৃত্যুকে ঘিরে কৌতুক করার কারণে। এ বিষয়ে ডিজনি নেটওয়ার্কের মালিকপক্ষ সোমবার জানিয়েছে যে তারা শো স্থগিত করেছিল কারণ কিছু মন্তব্য "সময়ের জন্য বেমানান এবং তাই সংবেদনশীলতার অভাব" বলে মনে হয়েছে। ডিজনি আরও বলেছে, "আমরা গত কয়েক দিন জিমির সঙ্গে গভীর আলোচনায় কাটিয়েছি, এবং সেই আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি শোটি মঙ্গলবার ফিরিয়ে আনা হবে।" এদিকে কিমেলকে হঠাৎ বরখাস্ত করা হয় যখন যুক্তরাষ্ট্রের ফেডারেল টিভি নিয়ন্ত্রক সংস্থা এবিসির সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি দেয়। এ ঘটনা দেশজুড়ে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে তীব্র বিতর্ক উসকে দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...