বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে দীর্ঘ দিনের অচলাবস্থার অবসান ঘটেছে। আগামী ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ-পরীক্ষা শুরু হবে। ৩ অক্টোবর খুলে দেওয়া হবে আবাসিক হল। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনলাইনে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুপর সাড়ে ১২টায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে এক যৌথ সংবাদ সম্মেলন করে অচলাবস্থা নিরসনের আশ্বাস দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ সংশ্লিষ্ট শিক্ষকরা। আন্দোলনকারী পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদেরও...