সানজিদা জান্নাত পিংকি, গবি ||রাইজিংবিডি.কম গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের ইতিহাসে নারীদের অংশগ্রহণ বরাবরই নজরকাড়া। ২০১৩ সালে প্রথম সংসদে সহ-সাহিত্য ও ম্যাগাজিন সম্পাদক পদে নির্বাচিত হন জিনাত রেহানা, নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন হাফিজা খান লীনা। সেমিনার ও বিতর্ক সম্পাদক পদে মাহমুদা বেগম এবং সহ-সেমিনার ও বিতর্ক সম্পাদক পদে লিনা নার্গিস নির্বাচিত হন।আরো পড়ুন:রাকসু নির্বাচন পেছানোয় ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরাজাকসু নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছাত্রদলের রাকসু নির্বাচন পেছানোয় ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা সেই সময় ভিপি পদে ছিলেন এমবিবিএস ব্যাচের মিশু। পরবর্তী নির্বাচনে আইন বিভাগের কণিকা, এমবিবিএসের নুসরাত জাহান টুম্পা ও ফার্মেসির খাদিজাতুত তাহিয়া সেতু নারীদের নেতৃত্বের ধারাবাহিকতা ধরে রাখেন। দীর্ঘ ৭ বছরের বিরতির পর এবারের গকসু নির্বাচন ২০২৫–এ নারী প্রার্থীরা আবারো সরব। সাধারণ সম্পাদক পদে আফসানা মিমি বলেন, “আমি নারী...