খুলনায় ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় গ্রেপ্তার সেই প্রসূতি মা শাহজাদী এবং তার মা নার্গিস বেগমকে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার জরুরি শুনানি শেষে বিশেষ বিবেচনায় ও বিনা বন্ডে তাদের জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী শেখ রফিকুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মহানগর দায়রা জজ বিশেষ বিবেচনায় জরুরি শুনানি শেষে আসামিদের জামিন দিয়েছেন। তবে, আসামিদের আর্থিক অবস্থা খুব খারাপ হওয়ায় বিনা বন্ডে তাদের জামিন দেওয়া হয়েছে। তবে বিষয়টি কিভাবে নিষ্পত্তি করা যায়, সেটি নিয়ে আদালতসহ সবার পরামর্শ প্রয়োজন। মামলার শুনানি ২৫ সেপ্টেম্বর ছিল। কিন্তু শিশুটি অসুস্থ হয়ে পড়েছে, সে জন্য আদালত শুনানির দিন পরিবর্তন করে আগামী ২০ অক্টোবর ধার্য করেছেন। খুলনা কারা কর্তৃপক্ষের জেলার মোহাম্মাদ মুনীর হোসাইন...