শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কঠিন প্রতিপক্ষ ভারতের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে টাইগাররা। তবে এটিকে সাধারণ একটি ম্যাচের মতোই দেখছেন শেখ মাহেদী হাসান। বলছেন ভারতকে নিয়ে বেশি ভাবছেন না তারা, তবে হাইপ তৈরি করছে মিডিয়া। ভারত ম্যাচের আগে আজ মঙ্গলবার দুবাইয়ে সংবাদ মাধ্যমকর্মীদের কাছে নিজেদের চিন্তাভাবনা নিয়ে মাহেদী বলেন, ‘(চিন্তাভাবনা) নরমাল। আমরা যেভাবে আছি, বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে আছে সেভাবেই আছি, বেশি কিছু চিন্তা করছি না। জাস্ট একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য প্রস্তুত আছি। প্রতিপক্ষ ভারত নাকি অস্ট্রেলিয়া, এটা নিয়ে চিন্তা করছি না।’ এদিকে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে সামাজিক মাধ্যম গুলোতে তৈরি হচ্ছে এক ভিন্ন রকমের উন্মাদনা। সংবাদ মাধ্যম গুলোতেও চলছে নানা আলোচনা। তবে ভারত ম্যাচের হাইপ নিয়ে মেহেদী বলেন, ‘আসলে এটা তো...