২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পিএম ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরী নদীর বুকে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী রেজুমিয়া ব্রীজ। প্রায় ৭০ বছরের পুরানো এ ব্রীজটি বর্তমানে নতুন রূপে নির্মিত হচ্ছে। ফেনী সড়ক বিভাগের আওতাধীন পিএমপি প্রকল্পের অংশ হিসেবে এ ব্রীজটির পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে ২০২৪ সালের ২ মে। জানা যায়, ২০২৫ সালের নভেম্বরের মধ্যে নির্মাণ কাজ শতভাগ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নুর নবী ব্রিজটির নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছেন এবং দুপাশের এপ্রোচ সড়কের কাজ চলমান রয়েছে। স্থানীয়রা জানান, ১৯৫২ সালে নির্মিত এ সেতুটি ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় ব্রীজটির ওপর দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। মাঝেমধ্যে সেতুর গর্তগুলো ড্রামশীট...