রোমাঞ্চকর লড়াইয়ের পর জয়ের আনন্দে ফেডারেশন কাপ শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আবাহনীর ১২ শিরোপা জয়ের রেকর্ড ছোঁয়ার অভিযানে নামা দলটির হয়ে হ্যাটট্রিক উপহার দিয়েছেন স্যামুয়েল বোয়াটেং। অন্য ম্যাচে ঘরের মাঠে হোঁচট খেয়েছে বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে ফর্টিসের সঙ্গে ১-১ ড্র করেছে স্বাগতিকরা। আর কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পাঁচ গোলের নাটকীয় ম্যাচে পুলিশ এফসিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে মোহামেডান। মোহামেডানকে চমকে দিয়ে নবম মিনিটে ইসা ফয়সালের গোলে এগিয়ে যায় পুলিশ এফসি। পাল্টা জবাব দিতে সাদাকালোরা সময় নেয় মাত্র দুই মিনিট, ম্যাচে সমতা ফেরান বোয়াটেং। ৩০তম মিনিটে দানিলো কুইপাপার লক্ষ্যভেদে ফের এগিয়ে যায় পুলিশ এফসি। দ্বিতীয়ার্ধে বোয়াটেংয়ের ঝলকে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মোহামেডান। ৪৭তম মিনিটে সমতা ফেরানোর পর ৭৩তম মিনিটে ঘানার এই ফরোয়ার্ডই জয়ের পথে এগিয়ে...